
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর শহরের কদমতলা এলাকায় অবস্থিত ৫নং সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষীক ক্রীড়া সম্পন্ন হয়েছে । আজ সকাল থেকে বিকাল পর্যন্ত বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতার কার্যক্রম চলে। বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি বিজয়ী শিশু শিক্ষার্থিদের মাঝে পুরষ্কার তুলে দেন। সকালের পর্বে প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। পুরষ্কার বিতরণি পর্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি বলেন,
চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, তোমরাই শিক্ষিত হয়ে এদেশের একজন সু-নাগরিক হবে। তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার পিছনে মুল চালিকা শক্তি শিক্ষা। আর এই শিক্ষাকে বর্তমান সরকার সুন্দরভাবে পরিচালনা করায় বর্তমানে পাশের হার যেমন, সন্তোষ জনক তেমনি দেশের শিক্ষার হার বৃদ্ধির হার দিন দিন বেড়ে চলছে। তোমরা যারা ছোট ছোট কঁচিকাচা রয়েছো, তোমরা একদিন শিক্ষিত হয়ে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ উপহার দিবে তা এ জাতি সবসময় আসা করে। গতকাল কদমতলা রোড ৫নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো ব্যক্ত করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তপন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সাহিদুর রহমান চৌধুরী, তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, মহিলা কাউন্সিলর আয়েশা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম রোমান, বিশিষ্ট ফুটবলার আঃ সামাদ দেওয়ান, অ্যাডঃ রঞ্জিত কুমার প্রমুখ। উলে¬খ্য উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গতকাল সকালে উদ্বোধন করেন, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, জেলা স্কাউটের কমিশনার অজয় কুমার ভৌমিকসহ প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
