আবু সাঈদ,কচুয়া
আর যাতে মুক্তিযুদ্ধের আদর্শের পরিপস্থী কোন সাম্প্রদায়িক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে সে লক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকার মুক্তিযোদ্ধাদের কল্যানে ভাতা বৃদ্ধি করেছে। শীগ্রই মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে সকল চিকিৎসার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রদক্ষেপ নেয়া হচ্ছে। ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এ স্লোগান না দিয়ে ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক বার বার’ এ স্লোগান দিবেন। কেননা এ স্লোগানের মধ্য দিয়েই ধর্মান্ধ শক্তিকে প্রতিহত করতে হবে। স্বাধীনতার স্বপক্ষ শক্তির ধারক ও বাহক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দেশ একের পর এক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের ও জনগনের কল্যানের জন্য যে সরকার কাজ করে যাচ্ছে, সে সরকারকে সমর্থন দেয়া আপানাদের নৈতিক দায়িত্ব। তিনি আজ ১ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সনতোষচন্দ্র সেনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমন্ডার জাবের মিয়া, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুবুল আলম।
একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিপ্লব দাসের পরিচালনায় অনুষ্ঠানে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধপ্রাপ্ত ঢেউটিন ৬৮টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করেন। এবং একই অনুষ্ঠানে নিবন্ধনকৃত ১৩৫৩ জন জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরন করেন। এছাড়াও একই দিনে তিনি উপজেলার তুলপাই গ্রামে ওয়াটার প্লান্ট ও গুলবাহার গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।