আহত জহির হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের সাথে ওই এলাকার মোখলেছ আখন্দের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। তাদের জমি নিয়ে বেশ কয়েকবার সালিশও হয়েছে। কিন্তু বর্তমান চেয়ারম্যান সেলিম খান মোখলেছ আখন্দকে দিয়ে গতকাল আমার বাবাকে মারধর করেছে। আমার বাবা নামাজ পড়ে আসার সময় চেয়ারম্যানের নির্দেশে মোখলেছ, হাসিবা, মফিজসহ কয়েকজন টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার বাবার ডাক চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে তারা আমাদের পরিবারের সদস্যদের উপরও হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
উল্লেখ্য, গতকাল দুপুরে স্থানীয় লোকজন শাহজাহান বেপারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তখন দেখা যায় তার বাম চোখটি উল্টিয়ে রয়েছে এবং পুরো শরীর রক্তাক্ত জখম হয়ে রয়েছে।