শাহরিয়ার খান কৌশিক ঃ চাঁদপুর সদর উপজেলার বহরিয়া সা’দী মৌলভীবাড়িতে সা’আদাত আব্দুল হক দারুল উলুম মৌলভীবাড়ির মাদরাসার মাঠে শুক্রবার বাদ আসর থেকে ৯ম বার্ষিক ওয়াজ ও দু’আর মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সভাপত্বিত করিবেন অএ মাদরাসার সভাপতি আলহাজ্ব লেয়াকত আলী বাচ্চু মিয়া, মাহফিলে তাশরীফ আনিবেন বাহাদুরপুর পীর সাহেব আলহাজ্ব হযরত মাওঃ মুবীন উদ্দিন আহমেদ(নাওশীন মিয়া), আলহাজ্ব হযরত মাওঃ মুফতি আলাউদ্দীন, আলহাজ্ব হযরত মাওঃ মুফতি আতাউল্লাহ সালমান, আলহাজ্ব হযরত মাওঃ ইমরান হালিমী, আলহাজ্ব হযরত মাওঃ মুফতি শাহাদাৎ কাসেমী, আলহাজ্ব হযরত মাওঃ ফরিদ আহমেদ, আলহাজ্ব হযরত মাওঃ নজরুল ইসলাম, হযরত মাওঃ আব্দুল বাকীসহ দেশ বরেণ্য পীরÑমাশায়েখ ও ওলামায়ে কেরামগন তাশরীফ আনিবেন। অএ মাদরাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস আলহাজ্ব হযরত মাওঃ মাকসূদুর রহমান মাহফিলে ধর্ম প্রান মুসলমান ভাইদেরকে অংশ গ্রহন করার জন্য অনুরোধ জনিয়েছেন।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।