আয়েশা শাহনাজ
বুকের মাঝে ডানা ঝাপটায়
হতাশার পিঞ্জিরাবদ্ধ ময়না।
অসংখ্য প্রশ্নের বাক্যবানে
বিদ্ধ অন্তরের গভীরতম প্রদেশ।
মেলে না যার কোন জবাব।
আঁধারের মাঝে বার বার
খুঁজে ফিরেছি স্ব-প্রতিবিম্ব।
ছায়া হয়ে মিলিয়েছে বারংবার।
প্রতিদিনের ক্লান্তিকর রুটিন,
আর….
ঘড়ির কাঁটার কাছে আত্মসমর্পন।
তবুও সেই একটাই অপবাদ,
তুমি নারী….!!!
সংসারের কার্যভারে চাপা যখন
নিজের বুকের ভেতরকার
ছোট্ট একটু স্বপ্ন,
তবু ও যেন তুষ্টি মেলে না
বাস্তবতার কঠিন নিয়মের পাল্লায়।
আত্মজের সুখ শান্তির
কাছে বন্ধক রাখা নিজের
প্রশান্তির ছোট্ট কৌটো।
তবুও —
বেলাশেষের বালুকাবেলায়
মেলে শুধুই ব্যর্থতার অপবাদ।
সন্তানের অসফলতার দায়ভার,
নয়তো গৃহ শান্তি নষ্টের
মিছে অপবাদের দন্ড।
কালের খেয়া দিন বদলের হাওয়া,
তবুও যেন থেমে থাকে সময়
সেই পুরনো নিয়মের বেড়াজালে।
তবুও স্বপ্ন দেখে অবচেতন মন,
এক নতুন ভোরের।
একদিন ঠিক উদিত হবে…
দিন বদলের সোনালি সূর্য,
আর মিলবে পরিপূর্ণ মানুষ
হবার লিখিত দলিল।।।।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।