এম আর ফারজানা
আমিও মানুষ তুমিও মানুষ
পার্থক্য শুধু কাজে
রাতের বেলায় ভণ্ড যেজন
দিনে সাধু সাজে ।।
রাজনীতিতে নীতি নাই
প্রেমিক বেশ্যালয়ে
বক ধার্মিক ধর্ম তলায়
সমাজ গেছে ক্ষয়ে।।
নারী বেচে রূপের বাহার
শ্রমিক বেচে ঘাম
সৎ মানুষের মুল্য কম
দেয় না কেউ দাম।।
নকল গানের বাজার চড়া
আসল শিল্পী বেকার
কাকের চেয়ে কবি বেশী
ইচ্ছে মত লেখার।।
ডাক্তার আর সাংবাদিক
করে মারামারি
উকিল আটকায় মক্কেলকে
টাকা কারিকারি।।
শিক্ষক বেচে শিক্ষানীতি
চরিত্রে পায় দাগ
ঘুসের টাকায় পুলিশ চলে
আমলারা পায় ভাগ ।।
মধ্য রাতে টকশোজীবী
মিথ্যা গুণগান
ব্যাঙ্গের ছাতা চ্যানেল গুলো
অনুষ্ঠান ম্লান ।।
গণতন্ত্রের মন্ত্র নিয়ে
সুশীল শুধু ঘুমায়
বিবেক থাকে বুক পকেটে
সাহস রাখে কোমায় ।।
সবাই কিন্ত এ রকম নয়
আছে কিছু ভালো
তাদের জন্য দেখি আমি
দেশের মধ্যে আলো।।
আলোর মশাল নিয়ে চলুক
করি তাদের প্রণাম
ছড়িয়ে পড়ুক চারেদিকে
মর্যাদা আর সুনাম।।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।