কাজী রাসেল :খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অপরাজিতই থেকে গেল বাংলাদেশ ক্রিকেট দল।আজ দ্বিতীয় ম্যাচে টসে হের ব্যাট করতে যায় বাংলাদেশ দল। ২১ রানেই বিদায় নিতে হয় অপেনার তামিম ইকবাল এবং নাঈম কে। তখন বিজয় এবং মুশফিকুর এর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এনামুল ও মুশফিকুরের ১৭৪ রানের সেই দুর্দান্ত জুটিটি ক্যারিবীয়দের কাছ থেকে ম্যাচের লাগাম বের করে বাংলাদেশকে বসিয়ে দেয় চালকের আসনে।২৯২ রান স্কোর বোর্ডে উঠে যাওয়ার পরেও জয়টা যে এত সহজে আসবে—তা বোধ হয় ভাবেননি কেউই। ব্যাটসম্যানদের অসাধারণ পারফরম্যান্সের পর বাকি কাজটা করে দেন বোলাররা, বিশেষ করে দুই স্পিনার সোহাগ গাজী ও আবদুর রাজ্জাক।ওয়েস্ট ইন্ডিজ ১৩২ করতেই সবকয়টি উইকেট খুলনায় আজকের ১৬০ রানের জয়টি রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়। দুর্দান্ত এ জয়ের পেছনে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন মুশফিকুর রহিম, ‘ছেলেরা সত্যি ভালো খেলেছে। বড় কথা হলো, সবাই দায়িত্ব নিয়ে খেলেছে ।
চাঁদপুর নিউজ সংবাদ