বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২য় তলায় আয়োজিত নির্বাচনে সভাপতি পদে অ্যাডঃ কামাল উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ এ জেড রফিকুল হাসান (রিপন) ও সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডঃ মোঃ ওমর ফারুক টিটু নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই। শেখ হাসিনা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে একটি প্রহসনমূলক নির্বাচন করেছে। প্রহসনের এ নির্বাচনের মাধ্যমে নিজেকে সরকার বলে ঘোষণা করেছেন। আমরা বলতে চাই বাংলাদেশের যেখানেই নিরপেক্ষ নির্বাচন হবে সেখানেই আওয়ামী লীগের নিশ্চিত পরাজয় হবে। এ অবৈধ সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, বিএনপির অনেক নেতা-কর্মী এখন অনেক কষ্টে আছে। তাদের বিরুদ্ধে সরকারের লোকজন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে রেখেছে। আমি নিজেও মিথ্যা মামলা থেকে বাদ যাইনি। আমাকেও মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তিনি তার বক্তব্যে আরো বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্য হয়ে গেছে। এ কারণে কোনো ঘটনা না ঘটলেও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে চলছে। এ সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের চাপে ফেলার জন্য হাইকোর্টে জামিন বন্ধ করে দিয়েছে। মিথ্যা মামলা দায়ের করে পুলিশ, বিজিবি ও র্যাব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। সরকারের নির্দেশ অনুযায়ী যদি কোনো বিচারক বিচার কাজ না করেন সে বিচারকেরও রক্ষা হয় না। আজকে এ অবৈধ ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে আইনজীবীদের দায়িত্ব নিতে হবে। এ সরকারের পতন ঘটাতে হলে এ বছরের মধ্যে বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলার সম্মেলনে যারা নির্বাচন করেছেন তাদের মধ্যে পরাজিত প্রার্থীদের যোগ্যতা থাকলে তাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডঃ সানাউল্লাহ মিয়া, বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ একে মুজিবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিক, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডঃ কাইয়মুল হক, ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ বোরহানউদ্দিন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ।
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ মোঃ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শেখ লতিফ, অ্যাডঃ পিপি আমানউল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোঃ ইউনুছ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, অ্যাডঃ সাহেদুল ইসলাম, অ্যাডঃ জাহাঙ্গীর খান, অ্যাডঃ শেখ সালেহ প্রমুখ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডঃ আব্দুল্লাহিল বাকীর পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীগণ। প্রথম অধিবেশন শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২ ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।