রফিকুল ইসলাম বাবু।
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি আঞ্চলিক কোন সমস্যা নয়। এটি একটি বৈষ্ণিক সমস্যায় পরিনত হয়েছে। পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে দুর্নীতি হয় না। বাংলাদেশে সংঘঠিত বিভিন্ন সময়ের দুর্নীতি সম্পর্কে তিনি বলেন, পর্যালোচনা করে দেখা গেছে বড় বড় দুর্নীতির সাথে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জড়িত। যেগুলোর অবস্থান উন্নত দেশে। ড. ইফতেখার আরো বলেন, বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয় তার সিংহভাগই চলে যায় উন্নত দেশে। সুতরাং দুর্নীতি বাংলাদেশের সমস্যা এটা বলার কোন কারণ নেই। ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশন্যালের সম্প্রতিক জরিপও তার সাক্ষ্য বহন করছে। ড. ইফতেখারুজ্জামান মঙ্গলবার বিকেলে চাঁদপুরের একটি রেস্তোঁরায় সচেতন নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে যেয়ে এসব কথা বলেন। কাজী শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আঃ সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদও বক্তব্য রাখেন।