
স্টাফ করেসপন্ডেন্ট: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল থেকে রোটারি ক্লাব মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
প্রধান মেহমান এর বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম শাহমিয়াজী, রফিকুল ইসলাম হেলালী ও সাংগঠনিক সম্পাদক পীর জাদা খাজা যোবায়ের এর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সভাপতি পীর জাদা মোঃ নাজমুল হক আখন্দ, সাধারণ সম্পাদক ড. হুজ্জাতুল্লাহ নকশেবন্দী, বাগাদীর পীর, ফরাজীকান্দীর পীর, মদন গাও এর পীর, গোবিন্দপুর এর পীর, গাছতলা দরবার শরীফের পীরসহ আরো অনেকে।
বক্তব্যের পূর্বে প্রধান অতিথি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী চাঁদপুর জেলা শাখার ১০১সদস্য বিশিষ্ট নবাগত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
আলোচনা পর্বের শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
চাঁদপুরনিউজ/এমএমএ/