মিজানুর রহমান রানা
২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে শিা খাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইলিশ চত্তরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখা মানব বন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
ওইদিন সকালে শহরের ইলিশ চত্তরে এক ঘণ্টার মানব বন্ধন কর্মসূচি পালন করে। পরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ফখরুদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ্ আল বাকী, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. নবাব খান, প্রচার সম্পাদক মো. কাউসার আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবদুল্লাহ্ আল আমিন, ছাত্র কল্যাণ সম্পাদক মো. নূরুল আলম মামুন, সদস্য মো. রিয়াজুল করিম বাছিম, মো. আনিছুর রহমান, মো. রহমত উল্লাহ, মো. মিজানুর রহমান, নূর মোহাম্মদ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করেন, বাজেট আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। সারা বছর আমাদের জাতীয় জীবনের আয়-ব্যয় কেমন হবে তার প্রতিফলন হয় বাজেটে। আমাদের দেশের নাগরিকরা আগের চেয়ে অনেক বেশি সচেতন। তাই রাজনীতির পাশাপাশি অর্থনীতির বিষয়গুলো নিয়েও তাদের আগ্রহ বেশি। বাজেট বিষয়ে তাদের আগ্রহও প্রচুর। বাজেট উপস্থাপনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রিটিশ শাসনের শুরুর দিকে এই উপমহাদেশে সর্বপ্রথম বাজেট উপস্থাপনার সূচনা করেছিলেন জেমস উইলসন। দেশ ভাগ হওযার পর ১৯৪৮ সালে বাজেট উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মালিক মুহাম্মদ। স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত (১৯৭২-২০১২) সর্বমোট ৪২ বার বাজেট উপস্থাপিত হয়েছে। বর্তমান সরকার ২০১৪-১৫ অর্থ বছরের জন্য আড়াই ল কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয় খাত হলো শিাখাত। কিন্তু প্রকাশিত বিবরণে দেখা যায় এবারের শিাখাতের চেয়ে সরকার জনপ্রশাসন, প্রতিরা ও যোগাযোগ খাতকে বেশি প্রাধান্য দিচ্ছে। গতবারও বরাদ্দ পাওয়ার েেত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খাত ছিলো চতুর্থ নম্বরে। তাই এদেশের সচেতন ছাত্রজনতার প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শুধুমাত্র শিাখাতে মোট বাজেটের ৮ শতাংশ বরাদ্দের দাবি জানানোর পাশাপাশি তা বাস্তবায়নে বিভিন্ন প্রস্তাব পেশ করে। ২০১৩-১৪ সালে বাজেটে শিা নিয়ে তেমন কোনো নতুন ঘোষণা না থাকায় দেশের সাধারণ জনগণ হতাশ হয়েছিল। অথচ উন্নত ও উন্নয়নশীল সবদেশেই বর্তমানে শিা খাতকে অগ্রাধিকার দিয়ে আসছে। কিন্তু স্বাধীনতার পর এ যাবত ৪২ বার বাজেট ঘোষণা করা হলেও আমরা শিা খাতে বরাদ্দ মোট বাজেটের দশ শতাংশ পর্যন্তও নিয়ে যেতে পারিনি। তাই বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে শুধু শিা খাতে ৮% বরাদ্দসহ শিা খাত নিয়ে কিছু যৌক্তিক প্রস্তাবনা উপস্থাপন করেছে। আমরা আশা করি যদি প্রস্তাবিত সুপারিশমালাগুলো বিবেচনা করার অনুরোধ করছি।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।