মুহা : আবু বকর বিন ফারুক।।
গতকাল ১ জুন শনিবার, ছারছীনা নির্মানাধিন জামে মসজিদে অনুষ্ঠিত হল, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, কেন্দ্রীয় শাখার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক, সাইমুম আল-মাহদীর উপস্থাপনায় ইসলামী সাংস্কৃতিক এই জলছায় ছিল নানা আয়োজন। কেরাত, হামদ, নাত, সঙ্গীত, আবৃত্তি, আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা উপস্থাপন করেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় মহা সচিব, মো. বাহাউদ্দীন মোস্তফী, যুগ্ম সাধারণ সম্পাদক, আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, আবু নাঈম নাছরুল্লাহ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া ইসলামিয়ার স্বনামধন্য উপাধ্যক্ষ, জনাব আলহাজ্ব হযরত মাও. রুহুল আমিন ছালেহী( মা.জি.আ)