আজ মহান বিজয় দিবস। এ দিনটি জাতির জন্য পরম গৌরবের। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সবসময়ই আনন্দের। তবে একই সঙ্গে দিনটি বেদনারও। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল, কেন্দ্রীয় কমিটি আজ সকালে মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মুক্তিযুদ্ধের সকল শহীদদের; যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের।
উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির উপস্থিত ছিলেন; সুলতান মাহমুদ পলাশ, লুৎফর রহমান খান বাদল, তারেকুর রহমান তারেক, সায়মন কামালী, এবিএম সাইফুল ইসলাম, এম.জে সৌরভ, তরিকুল ইসলাম তুষার, শাহ আলম, শাওন খান, রিপন, সারোয়ার আলম খান, সোহান, নয়ন, সুজন, শাহ্পরান, মাইনউদ্দিন রনি, আরিফুলক হক, তৌহিদুল ইসলাম, ঈমাম হাসান, আবুল বাশার, শাহীন পারভেজ, আমজাদ, তানভীর আহম্মেদ পিয়াল, অনিক সহ ঢাকা মহানগর উত্তর, দক্ষিনের নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদ