প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা ২৩ জুনঃ ২২ জুন’২০১৫ খ্রিঃ সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (বাংলাদেশ ন্যাশনালিস্ট সাইবার পার্টি) এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ’২০১৫-১৭ ঘোষণা করা হয়েছে। অনলাইন কার্যক্রমের মাধ্যেমে সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে তরুণ আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ’কে সভাপতি , শাহীন চৌধুরী পাশাকে সাধারণ সম্পাদক এবং হুসাইন সুমনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শোয়াইব বিন আহমেদ সোহেল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কামরুল হাসান শাহীন। তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে সাইবার জগতে বিএনপির সহায়ক শক্তি হিসেবে ২০১২ সালের ১ আগষ্ট থেকে সংগঠনটি কার্যক্রম শুরু করে। গত ৬ এপ্রিল’২০১৩ সৌদিআরবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে এনসিপির একটি প্রতিনিধি দল স্বাক্ষাৎ করে। এসময় তারেক রহমান এনসিপির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তার নির্দেশনায় ইতিমধ্যে সংগঠনের www.ncp-bnp.org অফিসিয়াল ওয়েবসাইট তৈরী করা হয়েছে এবং সংগঠনের কার্যক্রম চলছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের নব নির্বাচিত সভাপতি ব্যারিস্টার পারভেজ আহমেদ বলেন- ব্যক্তিস্বার্থহীন ইতিবাচক রাজনীতিতে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে বিএনপির সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলকে সু-প্রতিষ্ঠিত করাই তার একমাত্র লক্ষ্য। সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী পাশা এবং সাংগঠনিক সম্পাদক হুসাইন সুমন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গড়া অনলাইন ভিত্তিক এই সংগঠনটি বাংলাদেশের ইতিবাচক রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করবে বলে মনে করেন।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।