বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোশিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পৌরসভা নির্বাচনের মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রীণ ডায়াগনষ্টিক সেন্টারের ৩য় তলায় মতবিনিময় সভায় তিনি বলেন বর্তমান চাঁদপুর পৌরসভা সচ্ছতা, জবাবদিহিতা মূলক ও দুর্নীতি মুক্ত একটি পৌরসভা। এ পৌরসভায় আগের চেয়ে অনেক উন্নয়ন হয়েছে। আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে আমি আপনাদের মোবাইল প্রতীকের প্রার্থী। আল্লাহ উপর ভরশা রেখে আমি দলমত নির্বিশেষে সকলের পবিত্র ভোট ও সমর্থন আশা করছি।
সংগঠনের সভাপতি ডাঃ এ এস এম শহীদুল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। সহ-সভাপতি আব্দুল্লা আল ফারুকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সাবেক আরএমও ডাঃ সিরাজুল ইসলাম, সমিতির কোষাধ্যক্ষ ডাঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মেডিপ্লাসের পরিচালক রমেশ দেবনাথ, পদ্মা হাসপাতালের পরিচালক ডাঃ সফিউল্লাহ, নাভানা হাসপাতালের পরিচালক কিশোর সিংহ রায় প্রমুখ। উপস্থিত ছিলেন সমিতির সকল সদস্য ও প্রাইভেট হাসপাতালের পরিচালক সহ কমকর্তাগন।
শিরোনাম:
রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

