দেলোয়ার॥
হৃদয় থেকেই শিক্ষকদের শিক্ষাদানের মান উন্নত করতে হবে। শিক্ষকদের মান ছাড়া প্রাথমিক শিক্ষা মানসম্মত হতে পারে না। গতকাল চাঁদপুর রসুইঘর রেষ্টুরেন্ট হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফোরামের আলোচনা ও চাঁদপুর জেলা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আক্তার হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন স্বতঃপ্রনোদিত হয়ে জোর করে শিশুদের কাছ থেকে পাঠদান আদায় করা যাবে না। বর্তমানে উচ্চ শিক্ষিত শিক্ষকগন নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য উন্নত চাকুরীর জন্য ছোটাছুটি করে। উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন ভাল কাজ করলেই ব্যক্তির পেশাদারিত্ব প্রকাশ পায়। শিক্ষকদের দাবী দাওয়ার প্রতি ইঙ্গিত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা ছোট্র সোনামানিদের এগিয়ে নিলেই কর্মকর্তারা শিক্ষকদের জন্য কথা বলবে এবং সহকারী শিক্ষকদের সাথে প্রধান শিক্ষকদের কোন বিরোধ থাকবে না। অনুষ্ঠানে হাসান আলী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাবুদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও কে.এম জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় সহকারী শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফোরামের সদস্য সচিব জনাব মোঃ আব্দুল হক। তিনি সহকারী শিক্ষকদের পক্ষে দাবি উত্থাপন করে বলেন প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করতে হবে এবং সহকারী শিক্ষকদের শতভাগ পদন্নোতি নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরো বলেন পিছনে ফিরে তাকাবো না, আমরা এগিয়ে যাবো এবং কোমলমতি শিশুদের শিক্ষার ব্যাঘাত ঘটিয়ে প্রাথমিক শিক্ষদের কোন আন্দোলন থাকবে না। পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফোরামের চাঁদপুর জেলা নতুন কমিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ সফিকুর রহমান ও নারগিস আক্তার সিনিয়র যুগ্ন সম্পাদক বাহাউদ্দিন তালুকদার, জাহাঙ্গীর হোসেন, নুরুন্নাহার আক্তার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন পালতালুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বোরহান উদ্দিন মোল্লা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন কমিটির নাম তালিকা প্রকাশ করেন।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।