মনিরুল ইসলাম মনির :বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে সেরা দল গড়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স। একগুচ্ছ তারকা খেলোয়াড় ভিড়িয়ে খেলোয়াড় নিলামে চমক উপহার দিয়েছে তারা। একমাত্র দল হিসেবে তারা গোল্ড ক্যাটাগরিতে ৫ বিদেশি খেলোয়াড়সহ দেশি গোল্ড ক্যাটাগরিতে সর্বোচ্চ দাম দিয়ে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে।
গ্ল্যাডিয়েটর্সের ৫ বিদেশি গোল্ড হচ্ছেন- পাকিস্তানের শহিদ আফ্রিদি, ইংল্যান্ডের ওয়াইজ শাহ ও দুই শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকারত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গা। দেশি তারকাদের মধ্যে সাকিব আল হাসানসহ রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক ও মোহাম্মাদ আশরাফুল।
দ্বিতীয় সেরা দল গড়েছে চিটাগং কিংস। গোল্ড ক্যাটাগরিতে দুইজনসহ আটজন বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ দাম দিয়ে তারা দলে ভিড়িয়েছেন পাকিস্তানের ইমরান নাজিরকে। এছাড়া দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, ডোয়াইন ব্রাভো, ওয়াহাব রিয়াজ, রবি বোপারা, জ্যাকব ওরাম, জ্যাসন রয়, কেভিন কুপার, ব্রেন্ডন টেলর, নাইম ইসলাম, রুবেল হোসেন, আরাফাত সানি, এনামুল হক জুনিয়র।
সিলেট রয়্যালস বিদেশি গোল্ড ক্যাটাগরিতে দুই ক্যারিবিয়ান টিনো বেস্ট ও আন্দ্রে রাসেলসহ বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে। এছাড়া দলের অন্যান্য তারকাদের মধ্যে রয়েছে ডোয়াইন স্মিথ, হ্যামিল্টন মাসাকাদজা, সোহাগ গাজী, মমিনুল হক ও নাজমুল হোসেন।
গতবারের রানার্স আপ দুরন্ত রাজশাহী মোটামুটি ভারসাম্যপূর্ণ দলই গড়েছে। তারকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মারলন স্যামুয়েলস, আব্দুল রাজ্জাক, মোহাম্মদ সামি, অ্যালেক্স হালস, কেভিন ও‘ব্রায়েন, জহুরুল ইসলাম, অলক কাপালি ও আবুল হাসান রাজু।
বরিশাল বার্নার্স বিদেশি গোল্ড ক্যাটাগরিতে দ্বিতীয় সর্বোচ্চ ৪ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। তারা হলেন পাকিস্তানের সাঈদ আজমল, আজহার মেহমুদ, অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ ও ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন। অন্যান্য তারকাদের মধ্যে রয়েছেন উমর গুল, কামরান আকমল, শফিউল ইসলাম ও মোহাম্মদ ইলিয়াস।
তবে প্রথমবারের মতো বিপিএলে নাম লেখানো রংপুর রাইডার্স সেভাবে দল গুছিয়ে নিতে পারেনি। মাত্র পাঁচজন তারকা খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা। শক্তিশালী দল গঠন করতে পারেনি খুলনা রয়েল বেঙ্গলসও।
সাতটি দলের বিদেশি- দেশি গোল্ড, এ ও বি ক্যাটাগরির খেলোয়াড়দের তালিকা নিচে দেওয়া হলো-
ঢাকা গ্ল্যাডিয়েটরস- শহীদ আফ্রিদি, লিউক রাইট, ওয়াইজ শাহ, তিলকারত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা (বিদেশি- গোল্ড), সাকিব আল হাসান (গোল্ড), রায়ান টেন ডেসকাট (বিদেশি-এ), মোহাম্মদ আশরাফুল, এনামুল হক, মাশরাফি বিন মর্তুজা( দেশি-এ), জোসুয়া কোব, ক্রিস লিডল, ড্যারেন ইয়ান স্টিভেন্স (বিদেশি-বি) মোশাররফ হোসেন (দেশি- বি)।
চিটাগং কিংস: ইমরান নাজির, ডোয়াইন ব্রাভো, ( বিদেশি- গোল্ড) মাহমুদুল্লাহ রিয়াদ (গোল্ড), ওয়াহাব রিয়াজ, রবি বোপারা, জ্যাকব ওরাম (বিদেশি-এ) জ্যাসন রয়, কেভিন কুপার, ব্রেন্ডন টেলর (বিদেশি-বি) নাইম ইসলাম, রুবেল হোসেন, আরাফাত সানি, এনামুল হক জুনিয়র (দেশি- বি)।
বরিশাল বার্নার্স: সাঈদ আজমল, সুনিল নারিন, ব্র্যাড হজ, আজহার মেহমুদ ( বিদেশি- গোল্ড), উমর গুল, কামরান আকমল, ফিল মুস্টার্ড (বিদেশি-এ), শফিউল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস (দেশি- বি)।
সিলেট রয়্যালস: টিনো বেস্ট, আন্দ্রে রাসেল( বিদেশি- গোল্ড), মুশফিকুর রহিম (গোল্ড), ডোয়াইন স্মিথ (বিদেশি এ), সোহাগ গাজী (দেশি- এ), আজিম গুম্মান, জুলফিকার বাবর, হ্যামিল্টন মাসাকাদজা (বিদেশি-বি), মমিনুল হক, নাজমুল হোসেন (দেশি- বি)।
রংপুর রাইডার্স: ফিদেল অ্যাডওয়ার্ডস ( বিদেশি- গোল্ড), নাসির হোসেন ও আব্দুর রাজ্জাক (দেশি-এ), জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস (দেশি- বি)।
খুলনা রয়েল বেঙ্গলস: শোয়েব মালিক, ( বিদেশি- গোল্ড), ওয়াইজ জিয়া, উমর আমিন, আহমেদ শেহজাদ (বিদেশি-বি), নাজিমউদ্দিন, শাহরিয়ার নাফিস, ফরহাদ রেজা, শাহদাত হোসেন (দেশি- বি)।
দুরন্ত রাজশাহী: মারলন স্যামুয়েলস ( বিদেশি- গোল্ড), তামিম ইকবাল (গোল্ড), আব্দুল রাজ্জাক, মোহাম্মদ সামি (বিদেশি-এ), জিয়াউর রহমান (দেশি-এ), শাহবাজ হাসান, অ্যালেক্স হালস, কেভিন ও’ব্রায়েন (বিদেশি-বি), জহুরুল ইসলাম, অলক কাপালি, আবুল হাসান রাজু (দেশি- বি)।