নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা গতকাল রোববার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এম এ লতিফ। সংগঠনের সাধারণ সম্পাদক কে এম মাসুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মানিক দাস, অর্থ সম্পাদক সাইদ হোসেন অপু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান রানা, কার্যনির্বাহী সদস্য বাদল মজুমদার, ইয়াসিন ইকরাম প্রমুখ।
সভায় বিগত বিভিন্ন সময়ের আয়-ব্যয়ের চিত্র তুলে ধরা হয়। এছাড়াও সংগঠনের সহ-সভাপতি কামরুল ইসলামকে নিউজের সূত্র ধরে কে কা কারা হুমকি ধমকি প্রদান, সংগঠনের সদস্য রায়হান বাবুর সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়, সংগঠনের নিজস্ব কার্যালয় সংক্রান্ত আলোচনা, সংগঠনের একটি ব্যাংক হিসাব একাউন্ট খোলা, সংগঠনের সদস্য মেহেদী হাসান খানকে সম্মানজনকভাবে আজীবন সদস্যপদ প্রদানসহ কার্যকরী সদস্য ইদ্রিস খানের অনুপস্থিতির বিষয়ে আলোচনা করা হয়।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।