বাদল মজুমদার
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির আওতায় চাঁদপুর জেলা শাখা পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবিতে ব্যাপক আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে। কর্মসূচির আওতায় গতকাল ১ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। এ সময় চাঁদপুর জেলা বাকাসস সভাপতি জিয়াউদ্দিন বাবুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো. মামুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ তপাদার, অর্থ সম্পাদক আক্তারুজ্জামান, সদস্য আলমগীর সর্দার, সাইফুল ইসলাম, মোসলে উদ্দিন, শাহআলম, মোশারফ হোসেন প্রমুখ।
আজ ২ জ্নু ও কাল ৩ জুন একই সময় এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে দাবি মানা না হলে আগামী ৫, ৮ ও ৯ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাকাসাস সকল সদস্য ২ ঘণ্টার কর্মবিরতি পালন করবে। অনুরূপভাবে ১০ জুন থেকে ১২ জুন পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করার ঘোষণা দেন। আগামী ১৫ জুন বাকাসস চাঁদপুর জেলা শাখা অফিস প্রাঙ্গণে বিােভ মিছিল, সমাবেশ করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। আগামী ২১ জুন জাতীয় প্রেসকাবের সামনে মানব বন্ধন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।