মিজান লিটন ॥
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চাঁদপুর শহর শাখার পরিচিতি সভা গতকাল শনিবার বিকেলে রোটারী ভবনে অনুষ্ঠিত হয়েছে। সংঘটনের শহর শাখার সভাপতি মমিন দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম।
তিনি বলেন, আমরা অপরাধ করবোনা, কাউকে অপরাধ করতেও দিব না এবং সমাজ থেকে মাদক দুর করবো। মাদককে সকরে না বলবো। এ মাদকের করনেই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যদি মানুষের সুখের সময় না দাড়াতে পারি অন্তত বিপদের সময় পাশে দাড়াতে পাররে নিজেকে ধন্য মনে করি। বর্তমান সমাজে মানুষ বড় অসহায়। এই অসহায় মানুষদের পাশে মানবাধিকার কর্মীরাই বেশী এগিয়ে আসে। বর্তমান সমাজে বহু স্থানে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমাদের মানবাধিকার কর্মীদের এগিয়ে এসে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হতে হবে। আমাদের সম্পদ সিমিত। তার মধ্য থেকেই আমাদের দেশকে এগিয়ে নিতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বামাকার জেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মানবাধিকার সংগঠক ডাঃ শেখ মহসিন।
পরিচিতি সভা শেষে শহর কমিটির সকল সদস্যদের মাঝে সংগঠনের আইডি কার্ড বিতরণ করা হয়।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।