স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট চাঁদপুর জেলা শাখার নতেৃবৃন্দরা ভারপ্রাপ্ত সিভিল সার্জেন ডাঃ শফিকুল ইসলাম এর নিকট বিভিন্ন দাবী দাওয়া নিয়ে স্বারকলিপী প্রদান করেন। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এবং প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২১, এসডিজি লক্ষ পুরন, এমডিজি বাস্তবায়ন, মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস সহ রোগ নির্ণয় নিরলস ভাবে নিয়মিত পেশাজিবী মেডিকেল টেকনলজিষ্ট বৃন্দের দীর্ঘদিনের ৩টি দাবী পূরনের লক্ষ্যে ২১ জানুয়ারি রবিবার এই স্বারক লিপি প্রদান করা হয়।
দাবীগুলো হলো চাকুরী ক্ষেত্রে দশম গ্রেড প্রদান ও বাস্তবায়ন, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড বাস্তবায়ন, স্থগিতকৃত নিয়োগ চালু করণ। এর দাবীতে কেন্দ্রীয় সিদ্ধান্তের ন্যায় সরাদেশের সিভিল সার্জেন বরারবর এ স্বারক লিপি প্রদান করেন।
নেতৃবৃন্দরা জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের উপরোল্লিখিত ৩টি দাবী বাস্তবায়ন করতে হবে এবং প্রধানমন্ত্রী সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। অন্যথায় ১ ফেব্রুয়ারি থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী মোঃ আব্দুল মালেক মিয়াজী, সাধারণ সম্পাদক আহসান হবিব ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মানিক মজুমদার সোহাগ, উপদেষ্টা আক্তার হোসেন, ফারুক তপাদার, সহ-সভাপতি মাহাবুব উল্যাহ ভূঁইয়া, মনির হোসেন পাটওয়ারী, সদস্য রাম কৃষ্ণ সরকার, সাহিদিন নাইম, ফয়েজ আহমেদ, আবুল হোসেন, মহিলা সম্পাদিকা কুহিনুর বেগম। বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট চাঁদপুর জেলা শাখার নতেৃবৃন্দর পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম- আহ্বায়ক ফিরোজ, সদস্য মনির মজুমদার প্রমুখ।
শিরোনাম:
সোমবার , ১৬ মে, ২০২২ খ্রিষ্টাব্দ , ২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।