হাজীগঞ্জ উপজেলার বাকিলায় এক মমান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সোয়া ১২টায় হাজীগঞ্জ উপজেলার বাকিলা সাতবাড়ি এলাকায় চাঁদপুরগামী সিএনজি স্কুটার এবং কুমিল্লাগামী বোগদাদ বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত হয়েছে। আর ৩ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনের মধ্যে ১ জন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতরা হলেনঃ চাঁদপুর জেলার পুরাণবাজার জাফরাবাদ গ্রােেমর মৃত প্রকাশ পালের ছেলে বিল্পব পাল এবং চাঁদপুর ষোলঘরের নোয়াব আলীর ছেলে মোঃ সুমন ও হাজীগঞ্জ উপজেলা অলিপুর গ্রামের আবদুল জলিলের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়া আহতরা হলেনঃ হাজীগঞ্জের মকিমাবাদ গ্রামের তাফাজ্জল হোসেনের ছেলে মোঃ শাওন এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে শাওনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে ভর্তি করানো হয়েছে।
ঘটনার সাথে সাথে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনার স্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং ক্ষতিগ্রস্থ সিএনজিকে থানায় নিয়ে আসে। পরে পরিস্থিতি শান্ত হলে আবারো চাঁদপুর-কুমিল্লা যানবাহন শুরু হয়।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, বলেন দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমি আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। উত্তেজিত জনতাকে শান্ত করে যানচলাচলের ব্যবস্থা করে দেই এবং নিহত ব্যাক্তিদের লাশ থানায় নিয়ে আসি। এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।