প্রতিনিধি
চাঁদপুর-লাকসাম রেল সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা নামক স্থানে তেলবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বিকেল ৫টা ২০ মিনেটে এ ঘটনা ঘটে। বগি লাইনচ্যুত হওয়ায় চাঁদপুরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। চট্টগ্রাম থেকে ট্রেনটি চাঁদপুরে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী খালেদ জানান, বিকট শব্দ শুনে দৌড়ে এসে ট্রেনটি লাইনচ্যূত দেখতে পাই।
ট্রেনের চালক মহিন উদ্দিন খান বলেন, অতিরিক্ত চাপের কারণে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত বগির প্রতিটিতে ৬ হাজার গ্যালন তেল রয়েছে। একটি থেকে প্রায় অর্ধেক তেল লিকেজ হয়ে পড়ে গেছে।
তেলবাহী ট্রেনটি লাইনচ্যূত প্রসঙ্গে চালক দাবি করে বলেন, রেলে একটি রোলিং পূর্বে ভাঙ্গা ছিল। ফলে ওই ভাঙ্গা স্থানে অতিরিক্ত চাপ পড়ায় এই দুর্ঘটনা ঘটে।
রেলের নিরাপত্তাকর্মী মেহেদী হাছান বলেন, তেলবাহী ট্রেনটির ৩০টি বগি নিয়ে চট্রগ্রাম থেকে আসছিল। এর মধ্যে ৯ টি বগি লাইনচ্যূত হলেও ৩ টি বগি বেশি রেল লাইন থেকে পুরোপুরি ছিটকে গেছে।
তিনি আরো বলেন, বগিগুলো সরাতে অন্তত ২৪ ঘন্টা সময় লাগবে। ইতোমধ্যে চাঁদপুর-লাকসাম রেলে নতুন ডেম্যু ট্রেনটি হাজীগঞ্জ রেল ষ্টেশনে যাত্রী নিয়ে আটকা পড়েছে। এছাড়া চট্রগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসছে। রেলে নতুন করে স্লিপার বসানোর কারণে গতিবেগ ছিল ঘন্টায় ১৫ কি.মি.।
বাকিলা রেল গেইট কর্মী মহিবুল্লাহ জানান, ট্রেনটি সবুজ ফ্লাগ উড়িয়ে বিদায় দেয়ার পরপরই বিকট আওয়াজ শুনতে পাই। ইতোমধ্যে রেল গেইটের পূর্ব পাশে রেল লাইনের উপর লাল পতাকা লাগিয়ে দিয়েছেন তিনি।
সহকারী রেল প্রকৌশলী লেয়াকত আলী বলেন, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুঘর্টনা কবলিত ট্রেনটি উদ্ধার করবে। এতে প্রায় ২৪ ঘন্টা সময় লেগে যাবে। তবে রেলে দুঘর্টনাস্থানে পূর্বেই ভাঙ্গাছিল এই প্রসঙ্গে তিনি মন্তব্য করতে নারাজ। এদিকে চালক মহিন উদ্দিন উর্ধ্বতন কর্মকর্তাদের পূর্বেই রেলের রোলিং ভাঙ্গা ছিল বলে জানিয়েছেন।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।