কবির হোসেন মিজি
রাতের আঁধারে আল-আমিন (২৪) নামে এক যুবককে মারধর এবং রক্তাক্ত জখম করে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামে। লুৎফর রহমান ঢালীর পুত্র আহত আল-আমিন ঢালী জানায়, গত ২ অক্টোবর বৃহস্পতিবার সে একটি সমিতি থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে ঈদের কেনাকাটার জন্য। সে শহরে এসে কিছু কাঁচা বাজার কেনাকাটা করে বাড়িতে চলে যায়। রাতে তার এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হলে বাখরপুর ঢালী বাড়ির সামনে আসলে একই এলাকার ইব্রাহিম গাজীর পুত্র এমরান হোসেন ও মুক্তার হাওলাদারের পুত্র সাইফুল ইসলাম অতর্কিতভাবে তার চোখে বালি মেরে তাকে মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে তার সাথে থাকা নগদ ২৫ হাজার টাকা একটি মোবাইল এবং একটি রূপার চেইন ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের সাথে আল-আমিনের রাজনৈতিক পূর্ব শত্রুতাও রয়েছে বলে সে জানায়। বর্তমানে সে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।