স্টাফ রিপোর্টার
বাখরাবাদ গ্যাস সিস্টেমস্ লিমিটেড চাঁদপুর কার্যালয়ের অভ্যন্তরে চিহ্নিত বহিরাগত দালাল, টাউট ও প্রতারকদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। এদের অত্যাচারে কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সকলেই অতিষ্ঠ হয়ে পড়েছে। এদের কারণে বাখরাবাদ গ্যাসের গ্রাহক সাধারণকেও মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব বহিরাগত দালাল, টাউট ও প্রতারকের কারণে নির্ধারিত সময়ে গ্যাস সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না বলে গ্রাহকরাও ব্যাপক হয়রানির শিকার হচ্ছে। সবচে’ করুণ অবস্থার সৃষ্টি হয়েছে বাখরাবাদ গ্যাস সিস্টেমস্ লিমিটেড-এর চাঁদপুর অঞ্চলের তালিকাভুক্ত ঠিকাদারদের ক্ষেত্রে। তালিকাভুক্ত ঠিকাদাররা বহিরাগত এসব মাসলম্যানদের জন্য তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে করতে পারছেন না। অনেকেই এদের ভয়ে ঠিকমত অফিসে আসতেও পারছেন না এবং সময় মতো গ্যাসের রাইজার উঠানোর ক্ষেত্রেও তারা মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। নির্ধারিত সময়ের মধ্যে রাইজার উঠানোর মাধ্যমে গ্যাস সংযোগ দেয়ার সরকারের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও বহিরাগত এসব দালাল, টাউট ও প্রতারকের জন্য সময়মত রাইজার না উঠায় গ্রাহক সাধারণ মারাত্মক হয়রানির সম্মুখীন হচ্ছে।
বহিরাগত এসব দালাল, টাউট ও প্রতারকের এহেন চরম দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে বাখরাবাদ গ্যাস সিস্টেমস্ লিমিটেড চাঁদপুর শাখা কর্তৃপক্ষ কার্যালয়ের অভ্যন্তরে সতর্কীকরণ বিশেষ বিজ্ঞপ্তি সাঁটাতে বাধ্য হয়েছে। তাতে সুস্পষ্টভাবে লেখা রয়েছে, ‘সতর্কীকরণ বিশেষ বিজ্ঞপ্তি : সম্মানিত গ্যাস সংযোগে আগ্রহী জনসাধারণকে জানানো যাচ্ছে যে, গ্যাস সংযোগ সংক্রান্ত বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর পরিচয়পত্র বহনকারী তালিকাভুক্ত ঠিকাদার ব্যতীত অন্য কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যদি কেউ এ ব্যাপারে দালাল বা প্রতারকের সাথে আর্থিক লেনদেন করেন তবে তার দায়-দায়িত্ব গ্যাস কোম্পানী বহন করবে না। এ ব্যাপারে সকল জনগণকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ প্রদান করা যাচ্ছে। ধন্যবাদান্তে, বাখরাবাদ গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ’। সতর্কীকরণ বিশেষ বিজ্ঞপ্তি সাঁটিয়েও তাদেরকে প্রতিরোধ বা ঠেকানো যাচ্ছে না। তাদের সীমাহীন দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় বাখরাবাদ গ্যাস সিস্টেমস্ লিমিটেড চাঁদপুর শাখার কর্মকর্তা ও কর্মচারী, তালিকাভুক্ত ঠিকাদারগণ এবং সর্বস্তরের ভুক্তভোগী গ্রাহক সাধারণ চাঁদপুর জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি আকর্ষণপূর্বক ত্বরিৎ হস্তক্ষেপ কামনা করেন।