স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নে সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। চাঁদপুর শহর মাদক নিয়ন্ত্রনে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারী থাকায় মাদক বিক্রেতার এখন গ্রামঞ্চলে অবস্থান নিয়ে মাদক বিক্রি করছে। ৮ নং বাগাদি ইউনিয়নে বেশ কিছু মাদক বিক্রেতা গাজা,ইয়াবা, ফেন্সিডিল বিক্রি করে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। মাদক নিমূলের লক্ষে ৮ নং বাগাদি ইউনিয়নের পক্ষে পশ্চিম সকদির রফিকুর রহমানের ছেলে মানিক মিয়া পুলিশ সুপার শামছুনাহারের বরাবর একটি অভিযোগ দাযের করে। সেখানে তিনি উল্লেখ করেন বাগাদি ইউনিয়নে একটি চক্র দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছে। এর কারনে যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। বহুবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেও কোন ফল পাওয়া যায়নি। এদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস পায় না। এ মাদক নিমূল ও সন্ত্রাস বন্ধ করতে গেলে বেশ কয়েকবার প্রান নাশের হুমকি দেয়। তাই তাদের বিরুদ্ধে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। এ মাদকের অভিসাপ ও সন্ত্রাস বন্ধ করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।