দেলোয়ার॥
চাঁদপুর সদরের বাগাদীতে শনিবার সকাল ৭টার দিকে ড্রাইভিং প্রশিক্ষন দেওয়া গাড়ীর ধাক্কায় দুই স্কুল শিক্ষক আহত হয়েছেন। আহত শিক্ষকগন হচ্ছেন বাগাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন ও বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ আবদুল কাদির। আহত মাওঃ আবদুল কাদির ও আঃ মতিন সূত্রে জানা যায় দুইজন একত্রে ব্যয়ামের উদ্দেশ্যে সকাল বেলা বাড়ী থেকে বের হয়ে বাগাদী বড় শেখ বাড়ীর সামনে পৌছলে পেছন দিক থেকে আসা ইচলী লঞ্চঘাট এলাকার ড্রাইভিং প্রশিক্ষন দেওয়া জীপ গাড়ীটি শিক্ষক দুইজনকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে আঘাত করে গাড়িটি ধুমড়ে মুছড়ে। পরে আহত দুই শিক্ষকগনের আতœচিৎকারে পাশের বালির মাঠে থাকা বালির শ্রমিকরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আরো জানা যায় দুর্ঘটনা অবস্থায় গাড়িটির ড্রাইভিং সিটে প্রশিক্ষন গ্রহণকারী এবং তারে পাশে ড্রাইভিং প্রশিক্ষন প্রদানকারী চালক বসা ছিল। পরে গাড়ীর মালিক ও ড্রাইভিং প্রশিক্ষন গ্রহণকারীর অভিভাবকরা আহতদের পাশে এসে চিকিৎসার খোজ-খবর নেন।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।