প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী লঞ্চঘাট এলাকায় দূর্বৃত্তদের দেওয়া বিষে ৬ লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট হয়েছে। মঙ্গগলবার দিবাগত রাতের যে কোন সময় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পুকুরের মালিক। সরেজমিনে গিয়ে জানা যায়, বাগাদী চৌরাস্তা থেকে ইচলী লঞ্চঘাট যাওয়ার পথে রাস্তার দক্ষিণ পাশে বাচ্চু মোল্লার বাড়ীর প্রায় ২একর পরিমাণ পুকুরে দীর্ঘদিন থেকে মাছ চাষ করত স্থানীয় ইচলী গ্রামের মৃত আঃ কাদির বেপারীর ছেলে মোঃ ফারুক বেপারী। রাতে কে বা কারা পুকুরটিতে বিষ ঢেলে দেয়। এতে প্রায় ৬লক্ষাধিক টাকার মাছ নষ্ট হয়ে যায়। অধিকাংশ মাছগুলি ৪-৫ইঞ্চি সাইজের পোনা মাছ। এ কারনে মাছগুলো বিক্রি করার অনুপযোগী।
সি.এন জি চালিয়ে কিছু টাকা জমিয়ে ও এনজিও থেকে লোন নিয়ে অল্প পুঁজি দিয়ে ফারুক প্রথম মাছ চাষ শুরু করে পুকুরটিতে। রুই, কাতলা, মৃগেল, দেশীয় প্রজাতির পোনা মাছ সহ অসংখ্য বড় ছোট মাছ চাষ করত গরীব এই সিএনজি চালক ও কৃষক। নিজের বসতভিটার কোন জায়গা-জমি না থাকায় বর্তমানে বসবাস করেন ওয়াপদা রাস্তার পাশে। মাছচাষ এর পাশাপাশি পুকুরটির জন্য আলাদা কোন পাহারাদার না রেখে নিজেই পাহারাদার হিসেবে রাত-দিন পুকুরটির পাশে অবস্থান করতেন। গতকাল বুধবার সকালে ভারাক্রান্ত মন নিয়ে বলেন “আমি কারো মাথায় বাড়ি দেই নাই, কে যেন আমার পুকুরে বিষ ঢেলে দিয়েছে। আমার সবগুলো মাছ এখন মরে ভেসে আছে। কি করব এই মাছ নিয়ে”।
পাহারাদার রাখার কথা জিজ্ঞেস করলে সে জানায়, আমি নিজেই গতকাল রাতে ১টার দিকে পুকুরের পাড়ের চারদিক দেখে-শুনে ঘুমাতে গিয়েছি, সকালে ৬টার দিকে এসে দেখি আমার মাছগুলো সব পুকুরের পানিতে ভেসে উঠেছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।