স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরের বাগাদী গ্রামে মাদক ও জুয়ার আসর জমজমাট আকার ধারণ করেছে। প্রতিদিনই এক শ্রেণীর পেশাদার জুয়াড়ি জুয়ার আসর বসিয়ে থাকে। পাশাপাশি মাদক বিক্রি ও সেবন চলছে। এরা বাগানে বসে মাদক সেবনসহ জুয়া খেলতে দেখা গেছে। সরজমিনে বাগাদী গ্রাম ঘুরে বিভিন্ন পেশার লোকজনের সাথে আলাপকালে জানা যায়, প্রতিদিন মাদক বিক্রি, মাদক সেবন ও জুয়ার আসর বসে থাকে। এলাকার উঠতি বয়সী যুবক, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্ররা মাদক ও জুয়ার প্রতি ঝুঁকে পড়ছে। এতে করে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে আসছে। এক শ্রেণীর পেশাদার মাদক বিক্রেতা, সেবনকারী ও জুয়াড়ি দিনের পর দিন তাদের অপকর্মে লিপ্ত রয়েছে। এলাকার সম্মানীয় ব্যক্তিরা মানসম্মানের ভয়ে এদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কখন আবার তারা কার সাথে খারাপ আচরণসহ মান সম্মানের প্রতি আঘাত হানে এটাই হলো ভয়। মাদক ও জুয়ার পাশাপাশি এলাকায় ছোটখাটো চুরির ঘটনাও ঘটছে। একটি বিশ্বস্ত সূত্র জানায়, মাদক সেবন ও জুয়ার টাকা সংগ্রহ করতে ঐ সকল যুবক চুরির ঘটনা ঘটিয়ে থাকে। এ নিয়ে এলাকার সচেতন মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। যে কোনো সময় অপরাধীদের সাথে এলাকার সচেতন মানুষের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। মাদক বিক্রি, সেবন ও জুয়াড়িরা ইতিমধ্যে এলাকার বিভিন্ন গণ্যমান্যদের মান সম্মান হানির চেষ্টা চালায়। তাদের অপকর্ম বন্ধে এলাকার সচেতন মানুষ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।