শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের বাগাদী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ইভটিজিং করায় বখাটে নাছির গাজীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেও ব্যাবস্থা নেয়নি প্রশাসন। বাগাদী ইউনিয়নের মধ্য ইচলীর অমানউল্লা গাজীর ছেলে ইয়াবা বিক্রেতা ইভটেজার বখাটে নাছির গাজীকে র্দূত গ্রেফতারের দাবিতে শত’ শত’ এলাকাবাসি গনস্বাক্ষর দিয়েছে। ইভটিজিং এর শিকার স্কুল ছাত্রীর বাবা জামসেদ বেপারী বাদি হয়ে নাছির গাজীকে আসামী করে চাঁদপুর মডেল থানায়, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ দায়ের করেন। এতো অভিযোগ করার পরেও ইভটেজার বখাটে নাছির গাজীকে আটক না করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, বাগাদীর প্রবাসী জামসেদ বেপারী মেয়ে স্কুলে যাওয়ার সময় প্রতিদিন রাস্তায় বখাটে নাছির গাজী তার সহযোগিদের সাথে নিয়ে দাড়িয়ে থেকে ইভটিজিং করতো। ইভটিজিং এর ভয়ে স্কুল ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা প্রতিবাদ করলে নাছির বেশ কয়েকবার দলবল নিয়ে স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এছাড়া স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে বিয়ে করবে বলে নাছির গাজী হুমকি দেয়। এই ঘটনাটি এলাকার চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যাক্তিবর্গকে জানিয়ে স্কুলের প্রধান শিক্ষকের বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতো কিছুর পরও ইয়াবা স¤্রাট বখাটে নাছির গাজির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এর খুটির জোর কি এতোই শক্ত? এমন হাজারো প্রশ্ন ঘুড়পাক খাচ্ছে জনমনে। স্কুল ছাত্রীর বাবা পুলিশ সুপার শামছুন নাহারের বরাবর অভিযোগ করলে তিনি বখাটে নাছির গাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেয়। ডিবি পুলিশের ওসি আলমগীর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য ডিবির এসআই মামুনুর রশীদকে দায়িত্ব্য প্রদান করেন। কিন্তু কোন অজ্ঞাত কারনে ডিবির এসআই মামনুর রশিদ এখনও বখাটে ইভটিজিংকারী, ইয়াবা স¤্রাট নাছির গাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন ? স্কুল ছাত্রীর বাবা জামসেদ বেপারী জানায়,স্কুলে যাওয়া আসার পথে বখাটে নাছির রাস্তায় দাড়িয়ে থেকে মেয়ের সাথে ইভটিজিং করে। এর প্রতিবাদ করায় নাছির গাজি বেশ কয়েকবার বাড়িতে এসে হামলা চালিয়ে ভাংচুর করে। তার ভয়ে বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে পরেছে। তার বিরুদ্ধে অভিযোগ করা হলে ডিবির এসআই মামুন তাকে আটক না করে নাছিরের সাথে সমঝোতা করে দেওয়ার জন্য ডিবি অফিসে আসার তাগিদ দেয়। এ ঘটনা জানতে পেরে বাগাদী ইউনিয়নের শত’ শত’ এলাকাবাসি ইয়াবা বিক্রেতা ইভটেজার বখাটে নাছির গাজীকে র্দূত গ্রেফতারের দাবিতে গনস্বাক্ষর প্রদান করেছে। এলাকাবাসীরা জানায়, মধ্য ইচলীর নাছির গাজি খুচরা ও পাইকারী ইয়াবা বিক্রেতা। মাদকাসক্ত হয়ে সে প্রতিদিন এলাকার সাধারন মানুষের উপর হামলা নির্যাতন ও স্কুল ছাত্রীদের উপর ইভটিজিং এর ঘটনা ঘটাচ্ছে। বাগাদির মুনছুর গাজির ছেলে হান্নান গাজি ইভটিজিং এর প্রতিবাদ করলে ২৮ নভেম্বর বিকেলে বখাটে নাছির গাজি তাকে খবর দিয়ে এনে ব্যাপক মারধর করে। পরে হান্নান গাজীর মোটর সাইকেলে ২০ পিছ ইয়াবা দিয়ে ঐ ডিবি পুলিশকে খবর দিয়ে এনে তাকে ধরিয়ে দেয়। এ মাদক স¤্রাট নাছির গাজিকে গ্রেফতার করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।