স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে মসজিদ সংলগ্ন মাঠে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শনিবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া। তিনি বক্তব্যে বলেন, আমরা উম্মতে মোহাম্মদী হিসেবে এবং দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য নিজেদের জীবনকে কুরআন ও হাদিসের আলোকে পরিচালনা করতে হবে। এর মধ্যেই আমাদের প্রত্যেকের জন্য কল্যাণ নিহত রয়েছে। কাদিয়ানিদের কাছ থেকে দূরে থাকতে হবে এবং যারা প্রকৃত আলেম তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। তিনি আরো বলেন, আমি একজন সংসদ সদস্য কিংবা আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত না হয়ে শেখ হাসিনার একজন নগন্য কর্মী হিসিবে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করি। আওয়ামী লীগ এর একজন কর্মী হিসেবে মানুষের সেবা করে আসছি এবং আগামীতেও অব্যাহত থাকবে। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু। তিনি বক্তব্যে বলেন, ধর্মীয় এ আয়োজনে আমাকে অতিথি করায় আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। আমরা সমাজের উন্নয়নে কাজ করার চেষ্টা করছি। ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে নানুপুর বায়তুল মামুর জামে মসজিদের পুকুর ঘাটটি পাকা করার ব্যবস্থা করা হবে। আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন। বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব মোঃ রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় কোরআন-হাদিসের আলোকে আলোচনা পেশ করেন ঢাকা কামরাঙ্গীরচর আকসা মসজিদের খতিব ও ভারতের দেওয়াবন্দ আল্লামা ক্বারী আবুল হাসান আজমীর খলিফা মুফাস্সিরে কোরআন হযরত মাওলানা ক্বারী সাইফুল ইসলাম সুনামগঞ্জী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ঢাকা লালবাগ আলী নগর জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ আকরাম হোসাইন। ওয়াজ করেন, মুমিন বাড়ী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আশরাফ আলী, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা আশেকুল আরেফিন নাহিদ, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, নানুপুর জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাফিজুর রহমান ও সমধুর কন্ঠস্বর ও তরুন বক্তা মো. মাছুম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর গাছতলা দরবার শরীপের পীর খাজা মো. ওয়ালি উল্যাহ, মমিনপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রাশেদ বিন মুহ্সিন, হাফেজ মাওলানা হামেদ বিন মুহ্সিন, নানুপুর দরবার শরীফের পীর মোহাম্মদ ইবনে ওয়াজি উল্যাহ, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্যাহ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মো. রাকিব হোসেন পাটওয়ারী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য সৈয়দ কবিরাজ, সাবেক সভাপতি হাজী মো. হারুন খান, ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন ঢালী, হুমায়ুন গাজী, জয়নাল আবেদীন, মোহাম্মদ হোসেন কবিরাজ। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ হোসাইন গাজী, হাম্দ এ বারী তা’য়ালা পেশ করেন আরশাদ হোসেন ও নাতে রাসূল (সা.) পেশ করেন মো. জাকির হোসাইন। ওয়াজ মাহ্ফিলে বক্তারা কুরআন ও হাদিসের বনর্ণা দিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সকল ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে থাকতে হবে। পিতা-মাতার খেদমত করতে হবে। মানুষকে নামাজের প্রতি আহবান করতে হবে। সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলেই সমাজে পরিবর্তন আসবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।