স্টাফ রিপোর্টার:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা এখন অনেকটা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে এখন ব্যস্ততা হচ্ছে দলীয় মনোনয়ন পেতে। এ জন্য এখন তারা দলীয় লবিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাই বেশি শোনা যাচ্ছে। আর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তোড়জোড় বেশি শোনা না গেলেও বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠানের কথাই শোনা যাচ্ছে। আর মাঠেও তিনিই রয়েছেন। তিনি পর পর দু বার একটানা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ইউনিয়নে বিএনপি থেকে তিনিই মনোনয়ন পাবেন এটা অনেকটা নিশ্চিত।
আর আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ৪জন। এদের মধ্যে পর পর দু’বার নির্বাচিত চেয়ারম্যান জেলা যুবলীগের সাবেক সেক্রেটারী বেলায়েত হোসেন বিল্লাল অন্যতম। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকা সত্ত্বেও তিনি দ্বিতীয় হয়েছেন। সামান্য ভোটে তিনি পরাজিত হন। তাঁর দাবি, গত নির্বাচনে তাঁকে ১১ ভোটের ব্যবধানে হারানো হয়েছে। গত নির্বাচনে স্বতন্ত্র থেকে অংশগ্রহণ করে ফারুক আহমেদ কাকন তৃতীয় হন। এ বছরও তিনি নির্বাচন করবেন বলে এলাকায় গনসংযোগ করছেন। তিনিও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আর নতুনদের মধ্যে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম মিয়া গত নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পরে বেলায়েত হোসেন গাজী বিল্লালকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ বছর তিনিও নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। সাবেক ছাত্রনেতা হিসেবে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতাও রয়েছে। এছাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন (নান্নু) মিয়াজীও আওয়ামী লীগের প্রার্থী হতে চান।
আওয়ামী লীগ ও বিএনপির বাইরে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে না।