শামছুল আলম॥
চাঁদপুর সদরের বাগাদী আহমদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৫ম শ্রেণী সমাপনী ও ৮ম শ্রেণীর জেডিসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান গতকাল সোমবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাদী আহামদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা এ.কে.এম নেয়ামত উল্যাহ খান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবু আব্দুল্লাহ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা মাহফুজ উল্যাহ খান ইউসুফির পরিচালনায় দোয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্যাহ খান, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুজ্জামান, অভিভাবক সদস্যগনের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ জাকির হোসেন হিরু, আবু তাহের ভূইয়া, আব্দুল বারেক গাজী, ডাঃ সায়েদুজ্জামান প্রমূখ। এছাড়া প্রধান অতিথি দোয়া মোনাজাতের পূর্বে পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং হিজরী নববর্ষ-১৪৩৬ উপলক্ষ্যে মারাকাযে ইশায়াতে ইসলাম আয়োজিত কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন বাগাদী আহামদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা এ.কে.এম নেয়ামত উল্যাহ খান।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।