শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলায় বাগাদি ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় বিশপান করে সুমন বর্মন নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত রবিবার সন্ধ্যায় বাগড়ায় লেবু তলার ঝালো বাড়ির মৃত খগেন্দ চন্দ্র বর্মনের ছেলে সুমন বাড়ির পাশের বিলে গিয়ে বিশপান করে। এসময় পাশের বাড়ির মানুষ তাকে দেখতে পেয়ে পরিবার কে জানায়, পরে গুরুত্ব আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসাপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ময়নাতদন্তের লাস হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে।