দেলোয়ার হোসাইন॥
চাঁদপুর সদরের বাঘড়া বাজার এলাকায় একটি ট্রলি-ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সি.এন. জি ও দুটি দোকানের উপর গিয়ে পড়লে গুরুতর আহত হয় ১জন। আহত ব্যক্তির নাম আজবান কাজী(২২), পেশায় সিএনজি চালক। সরেজমিনে গিয়ে জানা যায় গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদগঞ্জের দিক থেকে বেপোরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা চালক সহ সিএনজির পেছনের অংশে আঘাত করে ওহিদ খানের মালিকানাধিন মদীনা ডেকোরেটর ও মনসুর খানের মালিকানাধিন মেসার্স মায়ের দোয়া সিমেন্টর দোকানে গিয়ে ধুমড়ে মুছড়ে পড়ে। এতে করে চালক আজবান কাজী গুরুতর আহত হন এবং দোকান দুটির সামনের অংশ ধুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনার সময় আজবান কাজী তার গাড়ীর ধোয়া-মোচার কাজ করতে ছিলেন। তৎক্ষনাৎ আজবান কাজীকে স্থানীয়দের সহযোগীতায় প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেঘতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে আজবান কাজীর অবস্থা আশংকাজনক। তবে ভাগ্যক্রমে দোকান দুটির মালিক দুর্ঘটনার হাত থেকে বেচে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় বিষয়টিকে নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা চলছে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।