প্রতিনিধি
গরমে এমনিতেই বিদ্যুতের চাহিদা বেশি। এর সঙ্গে যোগ হয়েছে গ্রীষ্মকালীন সেচ। বাড়তি এই চাহিদার সময়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো দূরের কথা, অতিরিক্ত তাপ থেকে রক্ষার জন্য অনেক বিদ্যুৎকেন্দ্রই বন্ধ রাখতে হচ্ছে। ফলে বেড়ে গেছে লোডশেডিং। আর কোনো উপায় না দেখে পুরনো নির্দেশনা মোতাবেক মার্কেট ও দোকানপাট রাত ৮টার পর থেকে বন্ধ রাখার পক্ষে বিদ্যুৎ বিভাগ। চলতি গ্রীষ্ম মৌসুম ও আগামী রমজান পর্যন্ত রাজধানীসহ সারা দেশের মার্কেট ও দোকানপাট যাতে ৮টার পর আর খোলা না থাকে, সে জন্য কার্যকর উদ্যোগ নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ ঘাটতির কারণে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাত ৮টার পর থেকে সারা দেশের মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করে সরকার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন গত মহাজোট সরকারের সময় বিদ্যুৎ উৎপাদন বাড়তে থাকলে ওই নির্দেশনা শিথিল হয়ে যায়। তবে এবার অতিরিক্ত তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা যেমন বেড়েছে, তেমনি অতিরিক্ত হিটের কারণে অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। ফলে লোডশেডিংও বেড়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে আগের অবস্থানে ফিরে যাওয়ার পক্ষে বিদ্যুৎ বিভাগ। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার হোসেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব হোসেনকে লেখা চিঠিতে বলেছেন, ‘চলতি গ্রীষ্ম মৌসুমের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় লোডশেডিংসহ বিদ্যুৎ বিভ্রাটের হার বেড়েছে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোর যে সর্বোচ্চ হিট রেট থাকার কথা, তার চেয়ে বেশি গরম হয়ে যাচ্ছে। অধিক তাপপ্রবাহের কারণে বেশি গরম হয়ে মূল্যবান যন্ত্রপাতি যাতে নষ্ট না হয়, সে জন্য বিদ্যুৎকেন্দ্র এবং সাবস্টেশনগুলো সাময়িক বন্ধ রেখে ঠাণ্ডা করতে হয়। গ্রীষ্মকালে সন্ধ্যাকালীন পিক আওয়ারে সাধারণত বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তাই মার্কেটগুলো খোলা থাকলে বিভিন্ন ক্ষেত্রে চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে রাত ৮টার পর মার্কেটগুলো বন্ধ রাখার বিষয়ে বিদ্যমান সরকারি নির্দেশনার সফল বাস্তবায়ন প্রয়োজন। এ অবস্থায় চলতি গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার স্বার্থে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর মার্কেটগুলো বন্ধ রাখার বিষয়ে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।’
বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য শাখার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বিদ্যুৎ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে মার্কেটগুলো যাতে রাত ৮টার পর বন্ধ রাখা হয় সে জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে ব্যবসায়ী সংগঠনগুলোকে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে।
দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, রাত ৮টার পর দোকান বন্ধ করতে সরকারের দেওয়া আগের নির্দেশনা এখনো বহাল রয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদন বাড়ায় এর কার্যকারিতা তেমন একটা নেই। ফলে বিভিন্ন মার্কেট রাত ৮টার পরও খোলা থাকছে। এখন বাস্তবতা বিবেচনায় সরকার ওই নির্দেশনা কার্যকর করতে বললে তাতে ব্যবসায়ীদের আপত্তি নেই । তবে ১০ রমজানের পর থেকে, বিশেষ করে ১৫ রমজানের পর ঢাকার অনেক মার্কেট মধ্যরাত পর্যন্ত খোলা রাখার সুযোগ দিতে হবে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।