প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার ভ্রাম্যমান আদলত বসিয়ে নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা এই সাজা প্রদান করেন।
হাজীগঞ্জ থানা পুলিশ মাদকাসক্ত ছেলে মো. জহিরুল ইসলাম সুজন (২৮) কে জেলহাজতে প্রেরণ করেছে। সে পৌর এলাকার সাবেক কাউন্সিলর সিরাজ খাঁন এর ছেলে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, সুজন গাঁজা ও ইয়াবা সেবনকারী। র্দীঘদিন মাদকাসক্তির সাথে জড়িত। মা-বাবার কথা অবাধ্য হয়ে চলাফেরা করছে। নেশার জন্য টাকা না দিলে ঘওে ভাংচুর করত।
থানা পুলিশের এসআই আবুল কালাম জানান, ছেলের বাবা হাজীগঞ্জ থানায় অবাধ্য সন্তানকে জেল হাজতে আটক রাখার ব্যবস্থা করার জন্য আবেদন করেন।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, বাবার অভিযোগের ভিত্তিতে ছেলেকে আটক করে মোবইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা বলেন, মাদক আইনের ছেলেকে ৬ মাসের সাজা দেয়া হয়েছে।