চাঁদপুর: চাঁদপুর পৌর সভার ১৪নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবাসায়ী, সমাজ সেবক আলহাজ্ব মোঃ মাইনুল ইসলাম (মমিন) প্রতি বছরের ন্যয় এ বছরও গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
সম্প্রতি তিনি বাবুরহাট মধ্যে বাজার মেসার্স স্মৃতি ট্রেডার্স (সিটি) থেকে তিনি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
জানাগেছে, আলহাজ্ব মোঃ মাইনুল ইসলাম (মমিন) দীর্ঘদিন নিরবে নিবিতে অসহায়দের দান করে যাচ্ছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় ও তিনি দানের হাত প্রশারিত করেন। তিনি সততা ও আর্দশের মাঝে থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন, বাবুরহাটের আশপাশ স্মৃতি ট্রেডার্সের সুনাম রয়েছে। মাইনুল ইসলাম মমিন ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে ঝড়িয়ে রেখেছেন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/