১৮ দলীয় জোট তথা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকা মার্চ ফর ডেমোক্রেসিতে বিএনপি কার্যালয়ের নয়া পল্টনে সমাবেশে পুলিশের বাঁধা দেয়ায় বাবুরহাটে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে।
গতকাল ২৯ ডিসেম্বর রোববার বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে ভাংচুর ও সড়ক অবরোধ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিকেল ৩টা থেকে বাবুরহাট মোড় পেন্নাই সড়ক বিসিক শিল্প নগরীর সামনে ও পুলিশ লাইন এলাকায় বেশ কয়েকটি অটোরিক্সা, সিএনজি, যাত্রীবাহী বাস, ও মোটর সাইকেল ভাংচুর করে। বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত কোন ধরণের যানবাহন ঐ এলাকায় দিয়ে চলতে দেখা যায়নি। পিকেটাররা বাবুরহাট স্কুলের সম্মুখে ও মতলব রোডের মাথায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। চাঁদপুর থেকে ১৮ দলীয় জোটের ডাকা মার্চ ফর ডেমোক্রেসি সমাবেশে অংশ নিতে গিয়ে সংর্ঘষে এক কর্মী মারা গেছে এ খবর শুনার পরপরই ১৪ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা রাজপথে নেমে পড়ে। এসময় তারা বিক্ষোভ মিছিল বের করে। কিছু সিএনজি অট্রোরিক্সা, মোটর সাইকেল, প্রধান সড়ক দিয়ে না এসে বাবুরহাট বাজারের ভেতর দিয়ে চলাচল করার কারণে বাজারের ব্যাবসায়ী ও ক্রেতাদের ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। ভাংচুরের খবর পেয়ে মডেল থানা পুলিশ, রিজার্ভ পুলিশ, আনসার বিডিপির সদস্যরা বাবুরহাট এলাকায় গিয়ে অবস্থান করে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ স্থান ত্যাগ করার পরপরই ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা পুনরায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এদিকে ঘোষেরহাট, কুমারডুগি, পল্লীবিদ্যুৎ ও বাকিলায় রাতের আঁধারে পিকেটাররা রাস্তার পাশে লাঠিসোটা পালিয়ে থেকে বেশ কয়েকটি যানবাহন আসামাত্র ভাংচুর করে। বিকেল রাত ১২ এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ধরণের যানবাহন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে চলাচল করতে দেখা যায়নি।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।