সংবাদদাতা
১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার বাবুরহাটে পুলিশের কড়া নজরদারী উপেক্ষা করে বেশ ক�টি অটো বাইক, মোটর সাইকেল ও রিক্সা ভাংচুর করে পিকেটাররা।
সকাল ১০টায় চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড, সদর উপজেলার কল্যাণপুর, মৈশাদী ও আশিকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাঁদপুর-কুমিল্ল�া আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা কারাগার ও মঠখোলা হয়ে পুনরায় বাবুরহাট কলেজ রোডে এসে শেষ হয়। এ সময় চাঁদপুর জেলা বিএনপি ও কৃষকদলের সদস্যসহ ১৪নং ওয়ার্ড, আশিকাটি. কল্যাণপুর ও মৈশাদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।