স্টাফ রিপোর্টার
গত ২১ জানুয়ারি চাঁদপুর শহরের ১৪নং ওয়ার্ডের বাবুরহাট এলাকার বাবুরহাট স্কুল এণ্ড কলেজ মার্কেটের সামনে জমির দালাল কর্তৃক জমির মূল মালিককে সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত শরীফ শেখ জানান, দাসদী মৌজার ১৪শতাংশ জমি তাদের পারিবারিক কারণে বিক্রি করার জন্য দালাল দ্বারা বেশ কিছু ক্রেতাকে দেখান। একপর্যায়ে চাঁদপুর শহরের একজন ভদ্র সুধীজন তাদের এই বিক্রয়লভ্য জমি দেখে পছন্দ করে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন। পরে ঐ ব্যক্তি জমিটির মূল্যসহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে বায়না রেজিস্ট্রি করার জন্য তারিখ প্রদান করেন। কিন্তু ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও জমির দালাল নুরু গাজী, আনোয়ার গাজী, সাইদুল গাজী, মাসুদ গাজী ও মাহাবুব গাজী (পিতা ঃ মৃত লোকমান গাজী) ক্রেতাকে মিথ্যা তথ্য দিয়ে বলেন, শেখদের জমির মালিকানা ভূয়া এবং যেকোনো ক্রেতা তাদের কাছ থেকে একবার নয়, তিনবার জমি কিনতে হয়। এ কথা শুনে জমির মূল মালিক শরীফ শেখ, সেলিম শেখ ও স্বপন শেখ (পিতা ঃ সলেমান শেখ) গত ২০ জানুয়ারি উল্লেখিত সন্ত্রাসী ও জমির দালালদেরকে জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
পরদিন ২১ জানুয়ারি বিকেল ৫টায় হুমকিদাতারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং আরো কিছু বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বাবুরহাট স্কুল এণ্ড কলেজ মার্কেটের সামনে এসে স্বপন শেখের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে এ হামলা দেখে সেলিম শেখ ও শরীফ শেখ এগিয়ে আসলে উল্লেখিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে শরীফ শেখকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের ৩জনকেই চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে শরীফ শেখের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।