স্টাফ রিপোর্টার
গতকাল রোববার চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট বাজারে তিন মোবাইল চোরকে আটক করা হয়েছে। আটককৃত তিনজনই নারী।
গতকাল ২৩ ফেব্রুয়ারি বাবুরহাট হাটের দিন থাকায় ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিলো। পেয়ারা বেগম (৪৫) নামে এক নারী ক্রেতা মধ্য বাজার থেকে সাকসবজি ক্রয় করার সময় হঠাৎ পেছন থেকে ধাক্কা মেরে পেয়ারা বেগমের সাথে থাকা মোবাইল সেট টান দিয়ে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে বাজারের আগত ক্রেতাদের সাহায্যে নারী মোবাইল চোর তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং চোরের দলকে বাবুরহাট বাজার কমিটির অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। আটক তিন নারী মোবাইল চোর হলেন : সাথী আক্তার (১৫), আছমা আক্তার (১৭) ও রুমি আক্তার (১৯)। তাদের বাড়ি চাঁদপুর পৌরসভার পুরাণবাজারের মধ্য শ্রীরামদী ওসমানিয়া মাদ্রাসার সংলগ্ন এলাকায় বলে তারা জানায়। চুরির ঘটনাটি দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীরা নারী মহিলা চোরের দলকে দেখার জন্য বাজার অফিস কক্ষে ছুটে যায়। ঘটনার পর বাজার কমিটির সদস্যরা চাঁদপুর মডেল থানাকে বিষয়টি অবহিত করলে মডেল থানার এসআই শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে তিন নারী মোবাইল চোরকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা ৬টি মোবাইল, একটি জাতীয় আইডি কার্ড পুলিশ জব্দ করে। চুরির শিকার পিয়ারা বেগম ও লিপি আক্তার সাংবাদিকদের জানান, আমাদের মোবাইল ফোন ফিরে পাবো কি?