চাঁদপুর পৌর সভার ১৪নং ওয়ার্ড বাবুরহাট পশ্চিম বাজারে মা মোবাইল সার্ভিসিং সেন্টারে দীর্ঘদিন যাবৎ অনৈতিক অপকর্মের কাজ চলে আসছে। গতকাল দোকানের ভেতর অনৈতিক কর্মকান্ডের সময় নগ্ন অবস্থায় হাতে নাতে দোকান মালিক শরীফ গাজীসহ মাদ্রাসার ছাত্রীকে আটক করে স্থানীয়রা। আটকের পর স্থানীয় বাজার ব্যবসায়ীরা তাদেরকে দোকানের ভেতরে তালা মেরে বাজার কমিটিকে বিষয়টি অবহিত করতে গেলে এ ফাঁকে এরা পাশের মামুন সরকারের ইলেকট্রনিক্্রদোকানে হাটবোর্ডের সিং কেটে পেছন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বাবুরহাট বাজারে ব্যাপক আলোচনার ঝড় বইতে থাকে। মেম্বার হেলাল হোসেন বাবুরহাট বাজার পরিচালনা কমিটির জয়েন্ট সেক্রেটারী মাসুদ পালোয়ান প্রকৃত ঘটনা আড়াল করে অপরাধীর পক্ষ হয়ে ঘটনা ধাঁমাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা যায়, বাবুরহাট দাসদী সরকার বাড়ীর জুলফু গাজীর ছেলে শরীফ গাজী বাবুরহাট পশ্চিম বাজারে লোকমান মিজির মার্কেটে গাজী ফানিচার মাট মালিম ও মা মোবাইল সার্ভিসিং সেন্টারের ব্যবসা চালিয়ে আসছেন। দীর্ঘদিন যাবৎ সে স্কুল ও কলেজ পড়–য়া ছাত্রীদেরকে প্রেমের ফাঁদে পেলে দোকানে এনে অনৈতিক কর্মকান্ড করে নগ্ন ছবি মোবাইলে ধারন করে প্রতারনা করে তাদেরকে জিম্মি করে রাখে। এ সকল ঘটনা স্থানীয় ব্যবসায়ীরা জানতে পেরে ঘটনার দিন দুপুরে মা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে শরীফ গাজীকে বাবুরহাটের ভাড়াটিয়া বল্টু সিরাজের মেয়ে মাদ্রাসার ছাত্রীকে ঢুকতে দেখে। এ সময় স্থানীয় ব্যবসায়ী বারেক তার মোবাইল ঠিক করতে গিয়ে দেখে তারা অনৈতিক কাজে জড়িয়ে আছে। এরপর তার সন্দেহ হলে দোকানের ঢুকে ভিতরে তাদেরকে নগ্ন অবস্থায় দেখতে পায়। তাদেরকে আটক করে দোকানের সার্টারে তালা মেরে বাজার কমিটিকে জানাতে গেলে ঐ ফাঁকে সিংকেটে পালিয়ে যায়। পাশের দোকানের মালিক মামুন সরকার ঘটনার সময় বাড়ি থেকে পানি এনে এসে দেখে তার দোকানের হাটবোর্ডের বেড়া ভাঙ্গা দেখতে পায়। পরে তিনি চাঁদপুর মডেল থানায় গিয়ে বিষয়টি অবহিত করে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।