এম এ আকিব, মিজানুর রহমান রানা ॥
চাঁদপুর শহরের বাবুরহাট শিলন্দীয়া এলাকায় পানিতে ডুবে লক্ষন কুমার চন্দ্র নামের পোষ্ট অফিসের এক কর্মচারী নিহত হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে পুজামন্ডপে ঘুরতে যায়। রাতে পরিবারের লোকজন তাকে ফোন করলেও সে রিসিব করেনি। পরে ভোর বেলায় তাকে বাড়ির পাসের পুকুরে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করলে খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ মরদেহ পোস্টমটেমের জন্য মর্গে পাঠায়। জানা যায় নিহত লক্ষন কুমার চন্দ দির্ঘদিন ধরে হৃদরোগে ভুগ ছিলেন। ধারনা করা হচ্ছে, রাতের বেলায় পুকুরের পাড় দিয়ে আসার সময় পানিতে পড়ে হৃদক্রীয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার এ মৃত্যুতে পরিবারের লোকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।