স্টাফ রিপোর্টার
বিএনপি সহ ১৮দলীয় জোটের ডাকা পুনরায় ৭২ ঘন্টা অবরোধের ২য় দিন গতকাল ৭ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় বাবুরহাটস্থ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট হাই স্কুল ও কলেজ এবং চাঁদপুর জেলা পরিষদের মাঝামাঝি স্থানে চাঁদপুর শহর থেকে যাত্রী নিয়ে আসা প্রায় ২৫/৩০টি অটোবাইক ভাংচুর করা হয়। ক্ষতিগ্রস্থ আটোবাইক চালকগণ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান যে, ‘চাঁদপুর শহর থেকে ভালোভাবেই আইলাম, কিছুই হইলোনা আর বাবুরহাটে তাও বিকালে আইয়া ভাংচুরের শিকার অইতে অইলো।’ এদিকে স্থানীয় বেশ কয়েক জন সংবাদপত্রকে জানায় চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ সালমানের আপন ভাগিনা সোহাগ রাহুল আটোবাইকগুলো ভাংচুর করে এবং ভাংচুরের সময় সে বলে আমার মামাকে জেল থেকে না ছাড়া হলে আরো বেশি ভাংচুর করা হবে বলে হুমকি দেয়। অন্যদিকে অটোগুলো ভাংচুরের সময় চাঁদপুর মডেল থানার পুলিশের গাড়ি বাবুরহাট হাই স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলো।