স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড বাবুরহাট থেকে উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে পড়েছে পুলিশ লাইন কর্তৃপক্ষ। প্রায় এক সপ্তাহ যাবৎ চোরের বাড়ি থেকে উদ্ধার করা গাভিটির মালিককে না পাওয়াতে মারাত্মক সমস্যায় পড়েছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত কোনো ব্যক্তি উপযুক্ত প্রমাণ দেখিয়ে গাভীটির মালিক দাবি করতে না আসাতে পুলিশ মহাবিপাকে পড়েছে।
জানা যায়, প্রায় সপ্তাহ আগে বাবুরহাট পুলিশ লাইন সংলগ্ন খান বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গরুটি উদ্ধার করে পুলিশ। খান বাড়ির আসলাম খানের ছেলে আরিফ খান ২২ হাজার টাকায় গাভীটি ক্রয় করে এনেছে বলে সে এলাকায় জানায়। কিন্তু গাভীটির দাম শুনে এলাকাবাসী অবাক হয়ে কানাঘুষা করতে থাকে। এক পর্যায়ে পুলিশের কাছে স্থানীয়রা অভিযোগ করলে বাবুরহাট পুলিশ লাইনের এস আই সুলতান আহমেদ, এএসআই মোঃ জাকারিয়া সঙ্গীয় ফোর্সসহ খান বাড়িতে গিয়ে গাভীটি ক্রয় করা নয় জানতে পেরে সেটি উদ্ধার করলেও আরিফকে আটক করতে ব্যর্থ হয়। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ লাইনের আর.আই-এর হেফাজতে গাভীটি রয়েছে। তাই গাভীটির মালিক উপযুক্ত প্রমাণ দেখিয়ে পুলিশ লাইন থেকে গাভীটি নেয়ার জন্যে পুলিশ সুপার মোঃ আমীর জাফর অনুরোধ জানিয়েছেন। তবে একাধিক সূত্রে জানা যায়, গাভীটি হাজীগঞ্জ অথবা শাহ্রাস্তি এলাকা থেকে আনা হয়েছে। আরিফ খান বিভিন্ন চুরি, ছিনতাইয়ের সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে। অদ্যাবধি আরিফ এলাকায় না আসাতে পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না বলে পুলিশ সূত্রে জানা গেছে। আরিফকে গ্রেফতার করতে পারলেই গাভীটি কোথা থেকে আনা হয়েছে তার প্রকৃত সত্য বেরিয়ে আসবে।