স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকা থেকে নকল ইউনানী ঔষধসহ প্রস্তুতকারক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টায় বাবুরহাট কালাম খার বাড়িতে অভিযান চালিয়ে নকল ইউনানী ক্যাপসুল, বিভিন্ন কোম্পানীর লেভেল সহ নাজমা (৩৫)কে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন চাঁদপুর মডেল থানার এসআই নুরুল হক, এএসআই নোমান, এএসআই আহসান ও এএসআই জাহানারা।
অভিযান পরিচালনাকারী এএসআই আহসানুজ্জামান সাংবাদিকদের জানান, আটক নারী দীর্ঘদিন ধরে নকল ঔষধ বানিয়ে বিভিন্ন কোম্পানীর লেভেল লাগিয়ে বাজারজাত করছে। তার কোনো কাগজপত্র কিংবা সনদ নেই। সে বিভিন্ন মাদক বিক্রির সাথেও জড়িত। আমরা জিনসিন, জিনসিন প্লাসসহ যৌন শক্তি বর্ধক নকল ক্যাপসুল উদ্ধার করেছি।
আটক নারী নাজমা জানান, তিনি নিজেই বই পড়ে এই ঔষধগুলো তৈরি করেন। আর ঢাকা থেকে লেভেল ও কোটা এনে বাজারজাত করতেন। তবে তার আগে বানানো ক্যাপসুলে কোনো সমস্যা হয় কিনা পরিবারের সদস্যদের খেতে দিতেন।