চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট বাজার লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তে আজ ১৪ জুন রোববার থেকে আগামী ২৫ জুন বৃহস্পতিবার পর্যন্ত বাবুরহাট বাজার লকডাউন থাকবে। এ লকডাউনে ঔষধ ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং কাঁচা ও মুদি দোকান সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এ লকডাউন কার্যকর করতে চাঁদপুর মডেল থানা পুলিশ ও বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সম্প্রতি বাবুরহাট এলাকায় কয়েকজন করোনা উপসর্গে মারা যাওয়ায় এর ব্যাপক বিস্তার রোধকল্পে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ১৪ এপ্রিল দৈনিক চাঁদপুর কণ্ঠে ‘বাবুরহাট বাজারে করোনা সংক্রমণ ঝুকিতে বাবুরহাটবাসী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। মূলত সে সময়ই বাবুরহাট বাজারের কয়েকজন ব্যবসায়ীসহ আশপাশের কয়েকজন অসুস্থ হয়। পরে ধীরে ধীরে এর বিস্তার বাড়তে থাকে। পবিত্র ঈদ উল ফিতরের আগে রমজান মাসে চাঁদপুর শহরের সকল বিপণীবিতান বন্ধ থাকলেও বাবুরহাট বাজারের সকল দোকান খোলা ছিলো। তারই কুফল বর্তমানে বাবুরহাট এলাকায় প্রতিফলিত হচ্ছে বলে সচেতন মহল জানান।
উল্লেখ্য, গত ১১ জুন বৃহস্পতিবার বাবুরহাটে করোনা উপসর্গে মোঃ আনোয়ার খান, তার চাচাতো ভাই হাবিব খান ও পাশের বাড়ির মোঃ মোফাজ্জল পাটওয়ারী ইন্তেকাল করেন।