রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট শিলন্দিয়া গ্রামে পোরসভার ১৪নং ওয়ার্ডের বেপারী বাড়িতে দীর্ঘদিনের সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে ৯ জুন বিকেলে। জানা যায়, বেপারী বাড়ির হোসেন বেপারীর পৈত্রিক সম্পত্তিতে জোর পূর্বক জাহাঙ্গীর বেপারী ও আলমগীর বেপারী বিল্ডিং নির্মাণের চেষ্টা করে। এতে হোসেন বেপারী বাধা প্রদান করলে জাহাঙ্গীর বেপারী, আলমগীর বেপারী, স্থানীয় ইউপি সদস্য হাকিম গাজী গং, সাইফুল গাজী, লিটন গাজী গং দেশীয় লাঠিসোটা নিয়ে হোসেন বেপারীর পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১৫ জনকে গুরুতর আহত করে। আহত হোসেন বেপারী জানান, আমার পৈত্রিক সম্পত্তিতে আমার বাড়ির জাহাঙ্গীর বেপারী, আলমগীর বেপারী গং বিল্ডিং নির্মাণের জন্যে আরসিসি কলাম তৈরি করে। আমি বাধা প্রদান করলে উলে¬খিত সন্ত্রাসীরা দলবলে হঠাৎ করে আমার ঘরে ঢুকে জোরপূর্বক হামলা চালায়। এ হামলায় আমার ঘরে থাকা সকল আসবাবপত্রসহ যা কিছু ছিলো সন্ত্রাসীরা সব কিছু ভেঙ্গে চুরমার করে। এতেও সন্ত্রাসী জাহাঙ্গীর বেপারী ও আলমগীর বেপারী গং ক্ষান্ত না হয়ে হাকিম গাজী ও তার দলবল নিয়ে পুনরায় হামলা চালিয়ে আমার ও আমার পরিবারের সকলকে মারধর করে আহত করে। এ ঘটনা ঘটার পরপর চাঁদপুরের পুলিশ সুপারকে ঘটনাটি জানালে পুলিশ সুপার তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী জানান, হাকিম গাজী একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে একটি অসহায় পরিবারের উপর এ নির্মম অত্যাচার চালাতে পারে তা আমাদের বোধগম্য নয়।