অভিজিত রায়
॥ বাবুরহাট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরনী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিনদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন, চাঁদপুরের অনেক স্কুলে বড় খেলার মাঠ নেই। এ বিদ্যালয়ে সুবিশাল একটি মাঠ রয়েছে। তোমাদের খেলাধুলার প্রধান প্রতিবন্ধকতা দূর করেছে এ সুবিশাল মাঠ। পড়ালেখার পাশাপাশি তোমাদের প্রতিযোগিতা মূলক হয়ে গড়ে ওঠতে হবে। ভবিষ্যতে শুধু ভাল ছাত্র হলেই হবে না। কর্মময় পৃথিবীতে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। চাকুরী পেতে হলে তোমাদের ইংরেজী বলা, কম্পিউটার শিক্ষা ও খেলধুলায় পারদর্শী হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমাদের আজকের এ বড় হওয়ার পিছনে মা-বার অবদান সবচেয়ে বেশী। তাই স্কুল শিক্ষকের পাশাপাশি মা-বাবাকেও পূর্ণ শ্রদ্ধা ও সম্মান করবে। তাহলেই তোমরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠতে পারবে। স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মাসুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমির জাফর, সদর উপজেলা আওয়ামীল লীগ সভাপতি নুরুল ইসলাম নজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।